ক্রমিক নং | নাম | বিভাগ | পদবি ( নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪) |
---|---|---|---|
১ | ড. বিপ্লব মল্লিক, অধ্যাপক | শিক্ষা বিভাগ | সভাপতি |
২ | ড. এস. এম. মাহবুবুর রহমান, অধ্যাপক | ব্যবসায় প্রশাসন বিভাগ | সহ-সভাপতি |
৩ | ড. কাওসার হোসেন, সহযোগী অধ্যাপক | কৃষি বিভাগ | সহ-সভাপতি |
৪ | ড. মোঃ আনিসুজ্জামান, অধ্যাপক | ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ | সাধারণ সম্পাদক |
৫ | জনাব সাহানা রহমান, সহকারী অধ্যাপক | বাংলা বিভাগ | যুগ্ম সাধারণ সম্পাদক |
৬ | মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম (সহকারী অধ্যাপক) | অর্থনীতি | যুগ্ম সাধারণ সম্পাদক |
৭ | জনাব মোঃ ইফতেখার পারভেজ, সহকারী অধ্যাপক | পরিসংখ্যান বিভাগ | কোষাধ্যক্ষ |
৮ | ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক | ইএসডিএম বিভাগ | শিক্ষা ও গবেষণা সম্পাদক |
৯ | জনাব নাজমুস সাকিব খান, সহকারী অধ্যাপক | ওশোনোগ্রাফি বিভাগ | প্রচার সম্পাদক |
১০ | জনাব মোঃ শাহিন কাদির ভূঁইয়া, সহকারী অধ্যাপক | বিএমএস | ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক |
১১ | ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, অধ্যাপক | কৃষি বিভাগ | সদস্য |
১২ | জনাব শেখ মারুফা নাবিলা, সহকারী অধ্যাপক | সমাজকর্ম বিভাগ | সদস্য |
১৩ | জনাব মোঃ ইফতেখারুল আলম ইফাত, সহকারী অধ্যাপক | আইআইটি | সদস্য |
১৪ | জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক | বিএমবি বিভাগ | সদস্য |
১৫ | জনাব হুমায়রা সুলতানা, প্রভাষক | ইংরেজি বিভাগ | সদস্য |
নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪
গৌরবের মাস ডিসেম্বরে সবাইকে জানাই আন্তরিক অভিবাদন| সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আমরা নীল দল, নোবিপ্রবি অঙ্গীকারাবদ্ধ| বঙ্গবন্ধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহকে স্বায়ত্তশাসন প্রদানের প্রবর্তক| তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে| সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রণীত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অভিপ্রায়ে বঙ্গবন্ধু প্রদত্ত স্বায়ত্তশাসন সমুন্নত ও কার্যকর রেখে শিক্ষা ও গবেষণার কাঙ্ক্ষিত মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন ২০২৪–এর নীল দল সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে|